Welcome - Shahasram Saimunnesa Fazil Madrasah

 

সহশ্রাম ছাইমুন্নেছা ফাজিল  মাদ্রাসার || ইতিহাস 

বাংলাদেশের  দ্বিতীয়   বৃহত্তম   জেলা  কিশোরগঞ্জের  ১৩  টি  উপজেলার
অন্যতম  সুদুর আরব দেশ থেকে ইসলাম  ধর্মের সওগাত নিয়ে আগত বার
আওলিয়ার  একজন  শাহ শামছুদ্দিন (রাঃ) আর স্মৃতি বিজবিড়  কটিয়াদী
উপজেলার সহশ্রাম ধুলদিয়া  ইউনিয়নের  প্রাচীন জানপত গচিহাটা  রেল
স্টেশনের  পাশে কিছু  মহৎ  প্রাণ ব্যক্তি  এলাকাই দ্বীনের খেদমত ও শিক্ষার
আলো  ছড়িয়ে   দেওয়ার  লক্ষে  ১৯৭০  সালে ছুট্ট  পরিসরে মরহুম   আলী
আকবর শাহ  সাহেবের  নিজস্ব ভূমিতে হেফ্জ বিভাগ সহ একটি ফুরকানিয়া
মাদরাসা  প্রতিষ্ঠা  করেন।  পরবর্তীতে ১৯৭৮ ইং সালে দাখিল কার্যক্রম শুরু
হয়।  চাঁদপুর  উইনিয়নের  মরহুম  আলহাজ্ব  সফর  আলী  মিয়ার  আর্থিক 
অনুদানে  মাদরাসাটি  প্রতিষ্ঠিত  হওযায়  তারই  মা ছাইমুন্নেছা এবং গ্রামের
নাম  সংযুক্ত  করে  সহশ্রাম  দাখিল  মাদরাসা  নামকরণ  করা  হয়। ২০০২ ইং
সালের  ডিসেম্বর মাসে  বর্তমান  অধ্যক্ষ  মাওলানা  আবদুল  খালেক দায়িত্ব
গ্রহণ  করার   পর   থেকে   মাদরাসাটি   বহুমুখী  যাত্রা  শুরু  হয় ।  দাখিলে
বিজ্ঞান,   কম্পিউটার,   মুজাব্বিদ,  দাখিল   (ভোক )  শাখা   চালু  সহ  আলিম
স্তরে উন্নয়ন করণ সহ একাডেমিক ও অবকাঠামোগত উন্নয়নের ধারা অব্যাহত।

                                                                                                                                          বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান -২০২২